হোম > সারা দেশ > টাঙ্গাইল

গজারি বনে দুই সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি 

ঘাটাইলে গজারি বনের ভেতর অবৈধভাবে গড়ে তোলা দুটি সিসা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে গজারি বনের ভেতর সিসা তৈরির দুটি অবৈধ কারখানা ধ্বংস করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর কারখানা স্থাপন করে একটি চক্র। তারা পুরোনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সিসা তৈরি ও বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকিস্বরূপ। এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে আজ বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ কারখানা ধ্বংসে সেখানে অভিযান চালানো হয়।

কারখানাগুলো দুটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, ঘাটাইল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ