হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে আ.লীগ নেতাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি 

নিহত মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ধোপাখালি ইউনিয়ন বাজারে তাঁর ওপর হামলা চালানো হয় বলে তাঁর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত মিজানুর রহমান (৪৫) সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সবজির পাইকারি ব্যবসা করতেন।

মিজানুরের চাচা মহির উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা জানান, মিজানুর ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে একটি দোকানের সামনে বসেছিলেন। সেখান থেকে তাঁকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।

আশপাশের লোকজন পরে মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়ার পর স্বজনেরা এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা

প্রেমিক ব্যাংক কর্মকর্তাকে দেখা করতে ডেকে হত্যা, প্রেমিকা পলাতক, স্বামী কারাগারে

টাঙ্গাইল জেলহাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সখীপুরে বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৬ নেতার পদত্যাগ

নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আলোচনায় বিএনপি নেতা আযম খান

ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির ২ গ্রুপে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮