হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে আ.লীগ নেতাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি 

নিহত মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ধোপাখালি ইউনিয়ন বাজারে তাঁর ওপর হামলা চালানো হয় বলে তাঁর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত মিজানুর রহমান (৪৫) সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সবজির পাইকারি ব্যবসা করতেন।

মিজানুরের চাচা মহির উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা জানান, মিজানুর ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে একটি দোকানের সামনে বসেছিলেন। সেখান থেকে তাঁকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত।

আশপাশের লোকজন পরে মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়ার পর স্বজনেরা এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা