হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে ঈদসামগ্রী বিতরণের সময় অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে ঈদসামগ্রী নিতে গিয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। প্রচণ্ড রোদ ও গরমে আরও অন্তত পাঁচজন নারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী।

জানা গেছে, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। বেলা ১১টা থেকে মাঠে উপহার বিতরণ শুরু হয়। অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড গরমে অনেকেই অস্বস্তি বোধ করতে থাকেন। এ সময় হঠাৎ আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই কারণে আরও চার থেকে পাঁচজন নারী অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সুস্থ আছেন বলে জানা গেছে।

নিহত ব্যক্তির ছেলে মো. সুজন বলেন, ‘আমার মায়ের হার্টের সমস্যা ছিল। আমি যেতে নিষেধ করেছিলাম। পরে হাসপাতাল থেকে ফোনে মায়ের মৃত্যুর খবর পাই।’

এ বিষয়ে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমে বাসাইল উপজেলার দায়িত্বে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘বৃদ্ধা উপহারসামগ্রী নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। আমি নিজে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু