হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ধানখেতের আইলে পড়ে ছিল নারীর মরদেহ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে ধানখেতের আইল থেকে অঞ্জনা বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাঠুরী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

অঞ্জনা বেগম (৪২) বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। 

অঞ্জনা বেগমের ছেলের বউ প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার সকাল ৮টার দিকে খবর পান কাঠুরী গ্রামের একটি ধানখেতের আইলে এক নারীর লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তাঁর শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছেন। 

নিহতের স্বামী মো. নজরুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের জন্য বাইরে চলে যাই। বাড়ি ফিরে এসে ছেলেবউদের কাছে তাদের শাশুড়ি কোথায় গেছে জানতে চাইলে বলে বাপের বাড়ি গেছে। সকালে খবর পাই ধানখেতে পড়ে আছে।’

নিহত ওই নারীর বাবা গনি মিয়া বলেন, ‘আমার মেয়ে কাল বাড়িতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।’ 

স্থানীয় বাসিন্দা বাহাদুর মিয়া বলেন, ‘সকাল ৭টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিনঘরে যাওয়ার সময় খেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’ 

নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত