হোম > সারা দেশ > টাঙ্গাইল

গোপালপুরে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত, উপজেলা পরিষদ ঘেরাও

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

গোপালপুর পৌর শহরের সূতি বাজারে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে ব্যবসায়ীরা আজ রোববার উপজেলা পরিষদ ঘেরাও করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের সূতি বাজারে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। এসব নৈরাজ্য বন্ধের দাবিতে ব্যবসায়ীরা আজ রোববার উপজেলা পরিষদ ঘেরাও করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন।

সূতি বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সম্পাদক সাইফুল ইসলাম লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে বহিরাগত কিশোর গ্যাংকে সঙ্গে নিয়ে এলাকার কিছু চাঁদাবাজ বাজারে সব সময় আড্ডা দেন। সুযোগ বুঝে তাঁরা দোকানপাট থেকে চাঁদা দাবি করেন। আর চাহিদামতো চাঁদা না পেলে তাঁরা দোকানপাটে হামলা, ভাঙচুর ও দোকানিদের মারধর করেন। তাঁদের যন্ত্রণায় দোকানিরা এখন অতিষ্ঠ। তাঁদের উপদ্রবে শত বছরের প্রাচীন সূতি বাজারে ব্যবসাবাণিজ্য বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন দোকানিরা।

বণিক সমিতির সদস্য নজরুল ইসলাম বলেন, গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঁদা না পেয়ে রোমান মডেল মেডিকেল শপে হামলা চালায়। তারা দোকানের কর্মচারী হাসান আলীকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত কর্মচারী হাসান এখন গোপালপুর হাসপাতালে চিকিৎসাধীন। আজ দুপুরে ব্যবসায়ীদের পক্ষ থেকে গোপালপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

গোপালপুর পৌর শহরের সূতি বাজারে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে ব্যবসায়ীরা আজ রোববার উপজেলা পরিষদ ঘেরাও করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন। ছবি: আজকের পত্রিকা

উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পেটের ভেতর ৩৯৪৩ ইয়াবা

প্রেমিক ব্যাংক কর্মকর্তাকে দেখা করতে ডেকে হত্যা, প্রেমিকা পলাতক, স্বামী কারাগারে

টাঙ্গাইল জেলহাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

সখীপুরে বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৬ নেতার পদত্যাগ

নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আলোচনায় বিএনপি নেতা আযম খান

ভূমিকম্প অনিশ্চিত, বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির ২ গ্রুপে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৮

সখীপুরে প্রতিবন্ধী মেয়েসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী: সন্তোষে ভক্তদের ঢল, চলছে নানা কর্মসূচি