হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে আগুনে পুড়ল ১৮ দোকান

টাঙ্গাইল প্রতিনিধি 

আগুনে দোকান পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

লাউহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনসুর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকালে রফিকুল ইসলামের তেলের দোকানে লরি থেকে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত।

সঙ্গে সঙ্গে তেলের লরিসহ পুরো দোকানে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তাপপ্রবাহ মাত্রাতিরিক্ত থাকায় স্থানীয় লোকজন আগুন নেভাতে কাছে যেতে পারছিলেন না। পরে দেলদুয়ার, নাগরপুর ও মির্জাপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ আল নূর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেলা ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন