টাঙ্গাইলের ঘাটাইলে তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ছয় গরুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২ জুন) বিকেলে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম।
ইউপি সদস্য আব্দুর রহিম ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বাতাসের কারণে উপজেলার কালিয়াগ্রামের আলম খানের সেচপাম্পের ওপর একটি গাছের ডাল ভেঙে পড়ে। ফলে বিদ্যুতের তার ঝুলে যায়। এ সময় পতিত জমিতে চরাতে নিয়ে যাওয়া ছয়টি গরু বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মারা যাওয়া গরুর মধ্যে তিনটি সেচপাম্পের মালিক আলম খানের। অন্য তিনটি অপর দুই কৃষকের।