হোম > সারা দেশ > টাঙ্গাইল

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, কসাই আটক

টাঙ্গাইল প্রতিনিধি 

মধুপুরের বনে ঘোড়াগুলো পায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আজাদ আলী (৫৫) নামের এক কসাইকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রসুলপুর থানার বাইদ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আজাদ আলীর বাড়ি জামালপুর জেলার তুলসীপুর গ্রামে।

মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিমল চন্দ্র জানান, কসাই আজাদ আলী জামালপুরের তুলসীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাঁকে এক হাজার টাকা মজুরির বিনিময়ে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলসীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসেন। তাঁরা তাঁকে দিয়ে রাতে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রসেস করেন। আজ সকালে মাংস বিক্রির জন্য কসাই আজাদ আলী এদিক-সেদিক ঘোরাফেরা করতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৮-৯ জন ঘোড়া ব্যবসায়ী পালিয়ে যান। সাতটি জীবন্ত ঘোড়াকে থানায় আনা হয়। এ ছাড়া ঘোড়া জবাই করা কিছু মাংস ও মাংস প্রস্তুত করার যন্ত্রপাতি জব্দ করা হয়। পুলিশ জানায়, আজাদ আলী ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন