হোম > সারা দেশ > টাঙ্গাইল

গর্তের পানিতে প্রাণ গেল দুই ভাইয়ের

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ধনবাড়ী ও মধুপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মমিনপুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ধনবাড়ী উপজেলার মমিনপুর মধ্যেপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে (৩) সোয়াইব আহমেদ শরীফ এবং পার্শ্ববর্তী মধুপুর উপজেলার আমিনুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শরীফ ও আরাফাত বাড়ির পাশেই খেলা করছিল। বেশ কিছুক্ষণ পর ওদের দেখতে না পেয়ে শরীফের মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৮টার দিকে বাড়ির পাশের ডোবায় দুটি নিথর দেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

সোয়াইব আহমেদ শরীফের চাচা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ওই জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে তার জন্য জমি একপাশে নিজেরাই ভেকু মেশিন দিয়ে গর্ত করেছিলাম। আজ সেই গর্তে জমে থাকা পানিতেই আমাদের সন্তানেরা মারা গেল।’

শরীফের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘ভেকু মেশিন দিয়ে গর্ত করার সময় বারবার নিষেধ করেছি বেশি গর্ত না করতে। বেশি গর্ত করলে পোলাপান পইরা মরার ভয় থাকব। আজ সেই গর্তই আমাদের সর্বনাশ করল।’

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, সংবাদ পেয়ে অফিসার পাঠিয়েছি সুরতহাল করা হয়েছে। এই মৃত্যুর ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন