হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে।

সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে এখনো আমাদের দুটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন। আগুনের কারণে হওয়া ক্ষতি সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। 

বিউবো সিলেটের প্রধান প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী তানজিদ রহমান বলেন, ‘ঘটনার পর থেকে দু-একটা এলাকা ছাড়া পুরো সিলেট ঘণ্টা দেড়েক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। এখন অধিকাংশ এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডে আম্বরখানা-১ ও ২ ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ফিডারের অধীন ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। এগুলো মেরামত করতে সময় লাগবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক সহকারী প্রকৌশলী বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২