হোম > সারা দেশ > সিলেট

কারাগারে অসুস্থ যুবদল নেতাকে হাসপাতালে পাঠানো হলো ডান্ডাবেড়ি পরিয়ে

হবিগঞ্জ প্রতিনিধি

কারাগারে অসুস্থ হয়ে পড়া হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। গত সোমবার অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার তাঁকে ডান্ডাবেড়ি পরা অবস্থায়ই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মতিয়ার রহমান বলেন, ‘প্রেশারের কারণে যুবদল নেতা জালাল অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিলেটে পাঠানো হয়। সিলেট হাসপাতালেও তিনি ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন। কারণ সুস্থ হয়ে তিনি পালিয়ে যেতে পারেন।’

জেলা যুবদলের সদস্যসচিব শফিকুর রহমান সেতু বলেন, ‘জালাল আহমেদ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তাঁকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময়ও তাঁর ডান্ডাবেড়ি খোলা হয়নি।’

জালালের আইনজীবী আফজাল আহমদ সাংবাদিকদের বলেন, প্রায় তিন মাস আগে নবীগঞ্জ উপজেলার একটি মামলায় জালাল আহমেদকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর আদালত তাঁকে জামিন দেন। ওই দিনই গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলগেট থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি নন।’

এ বিষয়ে বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন আজকের পত্রিকাকে বলেন, ‘একজন অসুস্থ রাজনৈতিক নেতাকে এভাবে ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেওয়া সব রাজনীতিবিদের জন্যই অপমানজনক।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত