হোম > সারা দেশ > সিলেট

কুশিয়ারায় নদীতে নিখোঁজের আড়াই ঘণ্টা পরে জেলের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে জেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কুশিয়ারা নদীতে মাছ ধরার জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পরে ফুলেছ আহমদ (৩২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফুলেছ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে। আজ বেলা সাড়ে ১১টায় মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

জানা গেছে, আজ ফুলেছ আহমদ সুবেল ও রাজন নামের আরও দুই জেলের সঙ্গে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জাল নদীতে আটকে যায়। জালটি ছাড়াতে তিনজন নদীতে ডুব দেন। তাঁদের মধ্যে দুইজন উঠে এলেও ফুলেছ নিখোঁজ হন। পরে ওই জেলেরা তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ আহমদ নিখোঁজ হন। আড়াই ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। তাঁর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে দেওয়া হয়েছে।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা