হোম > সারা দেশ > সিলেট

কুশিয়ারায় নদীতে নিখোঁজের আড়াই ঘণ্টা পরে জেলের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে জেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কুশিয়ারা নদীতে মাছ ধরার জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পরে ফুলেছ আহমদ (৩২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফুলেছ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে। আজ বেলা সাড়ে ১১টায় মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

জানা গেছে, আজ ফুলেছ আহমদ সুবেল ও রাজন নামের আরও দুই জেলের সঙ্গে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জাল নদীতে আটকে যায়। জালটি ছাড়াতে তিনজন নদীতে ডুব দেন। তাঁদের মধ্যে দুইজন উঠে এলেও ফুলেছ নিখোঁজ হন। পরে ওই জেলেরা তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ আহমদ নিখোঁজ হন। আড়াই ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। তাঁর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে দেওয়া হয়েছে।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত