হোম > সারা দেশ > সিলেট

কুশিয়ারায় নদীতে নিখোঁজের আড়াই ঘণ্টা পরে জেলের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে জেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

সিলেটের কুশিয়ারা নদীতে মাছ ধরার জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পরে ফুলেছ আহমদ (৩২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফুলেছ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে। আজ বেলা সাড়ে ১১টায় মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

জানা গেছে, আজ ফুলেছ আহমদ সুবেল ও রাজন নামের আরও দুই জেলের সঙ্গে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জাল নদীতে আটকে যায়। জালটি ছাড়াতে তিনজন নদীতে ডুব দেন। তাঁদের মধ্যে দুইজন উঠে এলেও ফুলেছ নিখোঁজ হন। পরে ওই জেলেরা তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ আহমদ নিখোঁজ হন। আড়াই ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। তাঁর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে দেওয়া হয়েছে।

সিলেটে নভেম্বরে সড়কে ঝরল ২৫ প্রাণ

প্রথম দিনে শাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ৪৬, নেই নারী প্রার্থী

সিলেটে জুয়া খেলার সময় আটক ১২

সিলেটে রাত সাড়ে ৯টার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

সিলেটে কর্মবিরতিতে শিক্ষকেরা, বার্ষিক পরীক্ষা স্থগিত

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জৈন্তাপুরে ১৮২টি ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ২