হোম > সারা দেশ > সিলেট

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ৩ ঘণ্টা পর আলোচনায় চা-শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

বকেয়া বেতনসহ ১১ দফা দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

২০ সপ্তাহের বকেয়া বেতনসহ ১১ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেটের চা-শ্রমিকেরা। আজ রোববার নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়কের মালনীছড়া এলাকায় এই বিক্ষোভ করেন তাঁরা। তিন ঘণ্টা পর প্রশাসনের আশ্বাস ও দাবি আদায়ে লিখিত দেওয়ার প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার করেন চা-শ্রমিকেরা।

পরে চা–শ্রমিকদের পাঁচজন প্রতিনিধি আলোচনার জন্য উপজেলা প্রশাসন কার্যালয়ে যান। এ সময় বাকি শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী মালনীছড়া চা-বাগানে অবস্থান নেন। লিখিত প্রতিশ্রুতি হাতে না পাওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে জানান তাঁরা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও চা–বাগান রক্ষা কমিটির আহ্বায়ক রঞ্জিত নায়েক রঞ্জু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এই সময়ের মধ্যে বিষয়টি সমাধান করতে হবে। এখনো উপজেলা অফিসে আলোচনা চলছে।’

এদিকে দুপুর থেকে শুরু হওয়া অবরোধের ফলে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে শ্রমিক নেতা অজিত রায় বলেন, ‘৫ মাস ধরে আমাদের বেতন বন্ধ, রেশন বন্ধ। আমাদের একটাই কথা, আমাদের সমস্যা সমাধান করতে হবে। অন্যথায় আমরা রাস্তা ছাড়ব না। আপনারা আমাদের রাস্তায় নামিয়েছেন, আমরা বিভিন্ন সময়ে জানিয়ে আসছি আমাদের সমস্যাগুলো। কারও কোনো পদক্ষেপ নেই।’

অজিত রায় আরও বলেন, ‘কতগুলো মানুষ না খেয়ে রয়েছে, কার্ড নিয়ে গেলেও তাদের রেশন দেওয়া হয়নি। তাদের দুর্বিষহ জীবন আপনারা তো দেখেন নাই। আপনারা আমাদের নির্দিষ্ট করে লিখিত আকারে জানান, কবে আপনারা এ সমস্যার সমাধান করতে পারবেন।’

বকেয়া বেতনসহ ১১ দফা দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়্যাৎ বলেন, ‘আমরা আপনাদের সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের বকেয়া বেতনসহ যা দাবি আছে, তা যাতে দ্রুত সময়ের মধ্যে পূরণ হয়, তার জন্য আমরা কাজ করছি।’

প্রশাসনের পক্ষ থেকে লিখিত দেওয়ার বিষয়ে ইউএনও বলেন, ‘আপনারা অনেক দিন ধৈর্য ধারণ করেছেন। আপনাদের চাহিদা অনুযায়ী আজকেই আমরা লিখিতভাবে জানাব যে কবে আমরা এ সমস্যা সমাধান করতে পারব। এখানে রাস্তায় দাঁড়িয়ে তো আর লিখিত দেওয়া সম্ভব না। আপনারা পাঁচজন প্রতিনিধি পঞ্চায়েতসহ আমার অফিসে চলেন। আমরা লিখিতভাবে জানাব।’ এ সময় জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানান ইউএনও।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত