সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানানো হয়।
শনাক্তদের মাঝে সুনামগঞ্জ সদরে ১৪ জন, দোয়ারাবাজারে দুজন, বিশ্বম্ভরপুরে তিনজন, তাহিরপুরে পাঁচজন, জামালগঞ্জ, দিরাই ও ছাতকে দুজন এবং দক্ষিণ সুনামগঞ্জে একজন করে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন।
সুনামগঞ্জ সদর হাসপাতালসহ জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ জ্বর, সর্দি রোগী ভিড় করছেন প্রতিদিনই। তবে এদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে আগ্রহ নেই তেমন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ বলেন, এখন বর্তমানে আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। সবাইকে বয়সানুপাতে ভ্যাকসিন নেওয়ার জন্য আমরা প্রচারণা চালাচ্ছি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি আমরাও কাজ করছি।