হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ও গতকাল বুধবার জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ও গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুঁড়া, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি নিম্নমানের তাল মিছরি, একটি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০টি ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ি, ৯ টি কম্বল এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ২৯ হাজার টাকা।

এ ছাড়া গত ১-৩ ডিসেম্বর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ছয় হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ৯ টি মহিষ, ৫০৬টি কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, একটি পালসার মোটরসাইকেল এবং একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। এসব মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা