হবিগঞ্জের মাধবপুরে বাড়ি সীমানায় গাছ লাগানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলার গঙ্গানগর গ্রামের রাকিব মিয়া (২০), এনাম মিয়া (৫০), ফারুক মিয়া (৪৫), টিপু মিয়া (২৭) ও আদম আলী (৪৩)।
স্থানীয়রা বলেন, কয়েক দিন আগে ওই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে রোজ বেল্ট বাড়ির সীমানায় কয়েকটি গাছের চারা রোপণ করে। এতে বাধা দেয় প্রতিবেশী পরশ দেব নাথ। এ নিয়ে আজ সকালে পরেশ ও রোজ বেল্টের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রোজ বেল্ট পরেশ দেবের ওপর আক্রমণ করে। এতে বাধা দেয় প্রতিবেশী তহসিলদার বাড়ির মিজান। এ সময় মিজানে গায়ে আঘাত করে রোজ বেল্ট। এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়েছে।
পরে বিকেলে আবারও রোজ বেল্ট ও মিজানের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই ৫ জন আহত হন। ঘটনার সময় মাধবপুর থানা-পুলিশে খবর দেওয়া হলে তাড়া এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে বাঘাসুরা ইউপি সদস্য তাজুল ইসলাম মহলদার বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। আহতদের মধ্যে একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।