হোম > সারা দেশ > সিলেট

বর্ণিল আয়োজনে সিলেটে ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত

সিলেট প্রতিনিধি

বর্ণিল আয়োজনে সিলেটে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটের ভারতের সহকারী হাইকমিশন অফিসের উদ্যোগে নগরীর দরগা গেইট এলাকার একটি হোটেলে মিট টুগেদার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও তাঁর সহধর্মিণী নীতা জয়সওয়াল।

স্বাগত বক্তব্যে নিরাজ কুমার জয়সওয়াল ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের নানা দিক তুলে ধরে এই বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শাহনেয়াজ মিলাদ গাজী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঁঞা, সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির ভিসি অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল হক শাকিল, এসএমপি’র কমিশনার নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী ও আইনজীবী নেতারা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান