হোম > সারা দেশ > সিলেট

সিলেটে রেকর্ড ৬০২ আক্রান্তের দিনে ৭ জনের মৃত্যু

প্রতিনিধি, সিলেট

সিলেট বিভাগে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক দিনে ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও সাতজন।

আজ রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, সিলেটের চার জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি। এর আগে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল ৪৪২। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২১৫, সুনামগঞ্জে ৮৮, মৌলভীবাজারে ১৪২ ও হবিগঞ্জ জেলার ৮৭ জন রয়েছেন। এর বাইরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় এক দিনে মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জন সিলেট জেলার ও অপর জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বিভাগের চার জেলায় এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫২৪ জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জের ৩৭, মৌলভীবাজারের ৪০ ও হবিগঞ্জ জেলার ২২ জন মৃত্যুবরণ করেছেন।

নতুন আক্রান্তসহ সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৩৮২, সুনামগঞ্জে ৩ হাজার ৩৩০, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন করোনা রোগী। তাঁদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও ৩ জন হবিগঞ্জের বাসিন্দা।

এ ছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১৩ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর