হোম > সারা দেশ > সিলেট

বন্যাকবলিত এলাকায় আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

বন্যাকবলিত সুনামগঞ্জ ও হবিগঞ্জবাসীর জন্য সম্প্রতি আলোক হেলথ কেয়ারের পক্ষ থেকে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয় এবং এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনের নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

আলোক হেলথ কেয়ারের পক্ষ থেকে আটজন অভিজ্ঞ ডাক্তার, দুজন প্রশিক্ষিত নার্স, দুজন অভিজ্ঞ ফার্মাসিস্ট, দুজন মেডিকেল এটেনডেন্ট, একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাসের সমন্বয়ে একটি টিম হবিগঞ্জে যায়। সেখানে বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ ও ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের মাননীয় জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, তাঁদের সকল সমস্যার কথা শোনেন, সমাধান করার চেষ্টা করেন এবং অন্যান্য সকল বিষয়ের খোঁজ খবর নেন, তাঁদের সান্ত্বনা দেন ও আশ্বস্ত করেন। 

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা