হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিবলু আহমেদ নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার খাসা পণ্ডিতপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছেলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল থানায় আছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। পুলিশ তাঁকে ধরার চেষ্টা করছে। তবু দাফনের পর যুবকের পরিবার কোনো অভিযোগ দিলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ 

পুলিশ জানায়, ট্রাক ও মোটরসাইকেল দুটিই বিয়ানীবাজারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের পেছনের চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী যুবকের শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে থানায় আনে। 

দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার কর্মকর্তারা। এ সময় তাঁরা নিহতের স্বজনদের সান্ত্বনা এবং জড়িত ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের