সিলেটে ২৪৫ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর মীরের ময়দান এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দ করা পেঁয়াজের বাজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
আটক ব্যক্তিরা হলেন-টাঙ্গাইলের বাসাইলের মো. সানোয়ার মিয়া (৪৭) ও সিলেটের কোম্পানীগঞ্জের মো. মামুন আহমেদ (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মীরের ময়দান এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৪৫ বস্তা (৯ হাজার ৮০০ কেজি) ভারতীয় পেঁয়াজ জব্দ করে। যার বাজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা। এ সময় দুজনকে আটক এবং দুটি মিনি ট্রাক জব্দ করা হয়।