হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে আম গাছ থেকে নাজিফা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাজিফা বেগম জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাছুম মিয়ার স্ত্রী। তাঁদের দেড় বছরের এক মেয়েশিশু রয়েছে।

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকা নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দিনমজুর স্বামীর সঙ্গে নোয়াগাঁও গ্রামে বসবাস করে আসছিলেন নাজিফা বেগম। গতকাল মঙ্গলাবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী-সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ২টার দিকে মেয়ের কান্না শুনে মাছুম মিয়া জেগে দেখেন তাঁর স্ত্রী পাশে নেই। পরে স্ত্রীকে খুঁজতে গিয়ে দেখতে পান বাড়ির পেছনে আম গাছের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় মেম্বার) জাকির হোসাইন বলেন, ‘অভাবের সংসার হলেও একমাত্র মেয়েশিশুকে নিয়ে তাঁরা বেশ সুখেই ছিল। হঠাৎ করে কেন নাজিফা বেগম আত্মহত্যা করল বুঝতে পারছি না। তাঁদের মধ্যে কখনো ঝগড়া হতে শুনিনি।’

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা