হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় স্কুলছাত্রীকে হত্যা: বিচারের দাবিতে আদালতের সামনে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার উপজেলার চাঁদনীঘাট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন।

এ সময় দলে দলে মানুষ এসে মিছিলে যোগ দেন। স্লোগানে মুখর হয়ে ওঠে আদালত চত্বর। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘নাফিসার রক্ত বৃথা যাবে না’, ‘আইনের শাসন নিশ্চিত করো’ লেখা প্ল্যাকার্ড।

পরে পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা প্রেসক্লাব মোড়ে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে বক্তব্য দেন নাফিসার বাবা আব্দুল খালিক, বড় ভাই আফিফ ইসলাম রাদিন প্রমুখ।

বক্তারা বলেন, নাফিসা কেবল একজন মেয়ে নয়, সে হাজারো মা-বোনের প্রতীক। এ হত্যাকাণ্ড আমাদের বিচারহীনতার কালো চিত্র ফুটিয়ে তুলেছে। এই বিচার যদি দ্রুত এবং দৃষ্টান্তমূলকভাবে না হয়, তাহলে মানুষ আর আইনের আশ্রয়ে ভরসা পাবে না। তাঁরা হত্যাকারী জুনেলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান।

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

তাঁরা আরও বলেন, ‘এই হত্যাকাণ্ড যেন আর কোনো ঘরে না ঘটে। আমরা বিচার চাই, দ্রুত বিচার চাই। যেন ভবিষ্যতে কেউ আর এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।’

উল্লেখ্য, নাফিসা জান্নাত আনজুম ছিলেন কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ১২ জুন বাড়ির পাশে তাঁকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা