হোম > সারা দেশ > সিলেট

সুষ্ঠু বিচারের আশা ছেড়েছে কিবরিয়ার পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি

গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনার ১৮ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচারের প্রক্রিয়া। বারবার পেছানো হচ্ছে মামলার শুনানির তারিখ। হচ্ছে না সাক্ষ্যগ্রহণ। এতে সুষ্ঠু বিচারের আশা ছেড়ে দিয়েছে কিবরিয়ার পরিবারসহ হতাহতদের পরিবারগুলো।

হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ২০০৫ সালের ২৭ জানুয়ারি আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি ছিলেন শাহ এ এম এস কিবরিয়া। বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে গেলে তাঁদের ওপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় কিবরিয়া ছাড়াও নিহত হন তাঁর ভাতিজা শাহ মনজুরুল হুদা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। আহত হন কমপক্ষে ৭০ জন। রাতেই হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান।

দুটি মামলার একটিতে তিন দফা তদন্ত শেষে অভিযোগ গঠনের মাধ্যমে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২০১৫ সালে বিচার কার্যক্রম শুরু হয়। এর পর থেকেই চলছে সাক্ষ্যগ্রহণ। তবে তদন্ত প্রক্রিয়ার প্রথম থেকেই অনাস্থা জানিয়ে আসছেন সাবেক অর্থমন্ত্রীর পরিবারের সদস্যরা। এদিকে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় তাঁরা হারিয়েছেন বিচার পাওয়ার আশা।

শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, ‘এ ঘটনার পর আমরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছি। সেই বিচার এত বছরেও হয়নি। এই সরকার থাকাকালীন আমরা সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার আশা করি না।’

তবে মামলার বাদী সংসদ সদস্য মজিদ খান বলেন, ‘নানা আইনি জটিলতায় মামলায় দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়। তার পরও আমি চাই এই মামলা কার্যক্রম দ্রুত শেষ হোক।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত