হোম > সারা দেশ > সিলেট

এপ্রিল মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ৪৪ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি

সিলেট বিভাগে এপ্রিল মাসে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ছয়জন মহিলা ও তিনজন শিশু। হতাহতের সংখ্যার দিক দিয়ে যা আগের তিন মাসের চেয়ে বেশি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেটে এবং কম ছিল মৌলভীবাজারে। এর আগে মার্চ মাসে ৩৬ সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত ও আহত হয়েছেন ৯৮ জন। 

আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করে। 

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন, দুইটি জাতীয় দৈনিক, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা এ প্রতিবেদন তৈরি করে। 

এতে উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৮টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কেই পাঁচটি দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। 

সুনামগঞ্জে আটটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। 

এতে আরও বলা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ জন মোটরসাইকেল চালক–আরোহী, ১৪ জন সিএনজি ও লেগুনা চালক–যাত্রী ও ৬ জন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে চারটি দুর্ঘটনায় চারজন, ১৫টি মুখোমুখি সংঘর্ষে ২৩ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি