হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী আহত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সাদ্দাম হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের পূর্বের হাওরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাদ্দাম খায়েরগাঁও গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম জানান, আশঙ্কাজনক অবস্থায় সাদ্দামকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, সাদ্দাম মোটরসাইকেলে করে যাত্রী পরিবহন করে। ঘটনার কিছু সময় আগে কেউ একজন তাঁকে কল দিয়ে জানায় যে, গাছঘর গ্রাম থেকে একজন যাত্রী আনতে হবে। এ জন্য সাদ্দাম রাজনগর নতুন বাজার থেকে গাছঘর গ্রামে যাচ্ছিলেন। সঙ্গী হিসেবে তিনি নজির নামে তাঁর এক বন্ধুকে নেন। পথে ঢালারপাড় গ্রাম অতিক্রম করে পূর্ব দিকে হাওরে পৌঁছামাত্র মুখ বাঁধা দুর্বৃত্তরা অতর্কিতে গুলি ছুড়লে সাদ্দাম গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ওসমানীতে স্থানান্তর করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ঘটনাটি ডাকাতি নাকি অন্য কিছু, তা তদন্তে বের হবে। এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত