হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল (সিলেট) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন মাহিন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মাহিন সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের ইউপি সদস্য মো. শাহজাহান জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিনকে (১০) খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে আজ সন্ধ্যায় একই গ্রামের একটি ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। মাহিনের ঘাড়ে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

এদিকে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আবুল হোসেন। আবুল হোসেন জানান, গতকাল এশার নামাজের পর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। গ্রাম, হাটবাজার, আত্মীয়স্বজন সব জায়গাই খুঁজছেন। কোথাও পাননি। আজ সন্ধ্যার একটু আগে উত্তর সাইটুলার একটি ধানখেতে ছেলের মরদেহ পাওয়া যায়। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি মামলা নিয়ে তদন্ত করে আসামিদেরও আটক করা হবে।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা