হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল (সিলেট) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন মাহিন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মাহিন সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের ইউপি সদস্য মো. শাহজাহান জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিনকে (১০) খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে আজ সন্ধ্যায় একই গ্রামের একটি ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। মাহিনের ঘাড়ে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

এদিকে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আবুল হোসেন। আবুল হোসেন জানান, গতকাল এশার নামাজের পর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। গ্রাম, হাটবাজার, আত্মীয়স্বজন সব জায়গাই খুঁজছেন। কোথাও পাননি। আজ সন্ধ্যার একটু আগে উত্তর সাইটুলার একটি ধানখেতে ছেলের মরদেহ পাওয়া যায়। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি মামলা নিয়ে তদন্ত করে আসামিদেরও আটক করা হবে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা