হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার

শ্রীমঙ্গল (সিলেট) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের পরদিন মাহিন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মাহিন সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়েনের ইউপি সদস্য মো. শাহজাহান জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিনকে (১০) খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে আজ সন্ধ্যায় একই গ্রামের একটি ধানখেতে তার মরদেহ পাওয়া যায়। মাহিনের ঘাড়ে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

এদিকে ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন আবুল হোসেন। আবুল হোসেন জানান, গতকাল এশার নামাজের পর থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। গ্রাম, হাটবাজার, আত্মীয়স্বজন সব জায়গাই খুঁজছেন। কোথাও পাননি। আজ সন্ধ্যার একটু আগে উত্তর সাইটুলার একটি ধানখেতে ছেলের মরদেহ পাওয়া যায়। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি মামলা নিয়ে তদন্ত করে আসামিদেরও আটক করা হবে।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু