হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শিরনি বিতরণের আয়োজন করা নিয়ে গ্রামবাসী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আব্দাল মিয়া ও সুফি মিয়া এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া ও বিএনপির নেতা আশিক মিয়ার নেতৃত্বে ঠাকুরভোগ গ্রাম দুই ভাগে বিভক্ত। তাঁরা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই করছেন। গতকাল শুক্রবার নুর ও আশিকের পক্ষ শিরনি বিতরণের আয়োজন করা হয়। কিন্তু সেখানে যায়নি আব্দাল ও সুফির পক্ষ।

এদিকে আজ একই স্থানে মাইকে ঘোষণা দিয়ে শিরনির আয়োজন করে আব্দালের পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় দলের অর্ধশতাধিক আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় হাবিবুর রহমান, মিজানুর রহমান, সেবুল মিয়া, ডালিম মিয়া, আব্দাল, জুবের মিয়া, জমিদার আলী, রেকুল খান, আবুল মিয়া, ফখরু মিয়া ও বাদশা মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা