হবিগঞ্জের লাখাই থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, লাখাই উপজেলার মধ্যসিংহ গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে জীবন আহম্মেদ (২০) ও একই গ্রামের মৃত মো. সাগর আলীর ছেলে লাউস মিয়া (৪৫)।
লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান আজকের পত্রিকাকে জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে আজ সকালে তাদের লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।