সিলেট ও সুনামগঞ্জের দুটি সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে তাদের সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপি ও সুনামগঞ্জের নোয়াকোট বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেন।
বিজিবি জানায়, আজ ভোরে বিএসএফ-৪ ব্যাটালিয়ন কর্তৃক সিলেট সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারী-পুরুষ ও শিশুকে পুশ ইন করে বাংলাদেশে পাঠায়। পরে মিনাটিলা বিওপির টহল টিম তাদের আটক করে। এদিকে একই সময়ে সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে তিন পরিবারের ২০ জনকে পুশ ইন করলে বাগানবাড়ি এলাকায় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
দুই সীমান্তে আটকদের মধ্যে ১২ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে। এদের মধ্যে ৩৮ জনের বাড়ি কুড়িগ্রামে এবং একজন পাবনার বাসিন্দা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, অনুপ্রবেশের দায়ে ৩৯ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি বলে স্বীকার করে এবং এর আগে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিল বলে জানায়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।