হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০ 

প্রতিনিধি

সুনামগঞ্জ (সিলেট): সুনামগঞ্জের আহসানমারা ব্রিজ সংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ সময় নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সিলেট থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস জয়কলস গ্রামের মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার ওভারটেক করতে যায়। এ সময় সামনে থাকা দুইটি সিএনজি বাসটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। ঘটনার সময় একটি যাত্রী লাফ দিয়ে বাস থেকে বের হওয়ার সময় বাস চাপায় গুরুতর আহত হন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বাস চাপায় আহতদের হাসপাতালে আনা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় একজন মারা গেছেন। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

দক্ষিণ সুনামগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক দেবাশীষ সূত্রধর এ তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক হতাহতের নাম ঠিকানা জানা যায়নি। তবে ঘটনাস্থলটি হাইওয়ে থানা-পুলিশের অধীনে তাই হাইওয়ে পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

উপপরিদর্শক আরও জানান, ঘটনার পরপরই গাড়িচালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় একজন মারা গেছেন। কিন্তু তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। 

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট