হোম > সারা দেশ > সিলেট

জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও মুক্তিযুদ্ধকে তুলে ধরতে মৌলভীবাজারে ম্যারাথন

মৌলভীবাজার প্রতিনিধি

মুক্তিযুদ্ধের ইতিহাস ও জেলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। আজ শুক্রবার সকালে মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির যৌথ উদ্যোগে শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত হয় মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২২। এই ম্যারাথন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহর রহমান। পরে একসঙ্গে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দূরত্বের হাফ ম্যারাথন শুরু হয়। এর আগে আজ ভোরে বেঙ্গল হলে জড়ো হন ছয় শতাধিক দৌড়বিদ।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার দুই ধরনের দূরত্বে ম্যারাথন অনুষ্ঠিত হয়। একটি ১০ কিলোমিটার দূরত্বের। এতে অংশগ্রহণকারীরা শহরতলির কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে ফেরেন। অপরটি ২১ কিলোমিটার দূরত্বের। এর অংশগ্রহণকারীরা প্রেমনগর চা-বাগান থেকে একই স্টেডিয়ামে ফিরে আসেন। ২১ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হন যশোরের আসিফ বিশ্বাস ও মেয়েদের মধ্যে প্রথম হন মৌলভীবাজারের নাসরিন বেগম। ১০ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হন কুলাউড়ার আশরাফুল আলম কাশেম, মেয়েদের মধ্যে সুনামগঞ্জের স্নেহা জান্নাত।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ বলেন, ‘জেলার সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরা ম্যারাথনের অন্যতম একটা দিক। তবে এর সঙ্গে এবার যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। সে জন্য এবার হাফ ম্যারাথনে মৌলভীবাজার জেলার ম্যাপের ভেতরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধের ছবিসংবলিত টি-শার্ট ও মেডেল তৈরি করা হয়েছে।’

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান