সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে চারটি দোকানঘর পুড়ে গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতুর পাশে একটি তুলার দোকানে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। এরই মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়াস সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। পরে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার ফায়াস সার্ভিস স্টেশনের আরেকটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা পর আগুনে নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে একটি তুলার দোকান, মান্না স্টোর, রাজু ইলেকট্রনিকস ও রিয়া ট্রেডার্স পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মান্না স্টোরের পরিচালক প্রদীপ দেবের বড় ভাই নিতাই দেব বলেন, ‘তুলার দোকানের আগুন মুহূর্তের মধ্যে সব পুড়িয়ে দিয়েছে। আগুনে আমাদের প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।’
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজু ভট্টাচার্য জানান, আগুনে তাঁর দোকানের এক কোটি টাকার মালমাল পুড়ে গেছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আল-মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। ’