আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ধসে পড়েছে সিলেটের জকিগঞ্জে আমলসীদ যাত্রীছাউনি।
গত সোমবার রাতে যাত্রীছাউনিটি ধসে খাদে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ছাউনীটি তৈরিতে ব্যয় হয় ২ লাখ ৩০ হাজার টাকা। পিআইসির মাধ্যমে যাত্রীছাউনিটি নির্মাণ করেন ৬নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান। কিন্তু এলাকাবাসীর অভিযোগ নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে উদ্বোধনের আগেই ধসে পড়ে গুরুত্বপূর্ণ এ যাত্রী ছাউনীটি।
আমলসীদ এলাকার মঞ্জু আহমদ বলেন, এ প্রকল্পটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর তত্ববধানে ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান প্রকল্পটি দায়িত্বে ছিলেন। এ যাত্রীছাউনিতে প্রতিনিয়তই ভিড় লেগে থাকতো। রাতের বেলা ধসে পড়ায় প্রাণহানি বা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এ ব্যাপারে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমানের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বড়ঠাকুরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিন মর্তুজা টিপু এ প্রসঙ্গে বলেন, ইউপি সদস্য আতাউরকে প্রকল্প সভাপতি করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু এখনো ইউনিয়ন পরিষদ প্রকল্পটি গ্রহণ করেনি।