সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ (৩৪) হত্যাকাণ্ডের ঘটনায় আরেকজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দীনের আদালতে সাক্ষ্য দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর-ক্রাইম) শাহরিয়ার আল মামুন।
এ নিয়ে মামলায় এখন পর্যন্ত ৬৯ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৬ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বাদীপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী। তিনি জানান, বাকিদের সাক্ষ্য গ্রহণও পর্যায়ক্রমে সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। রায়হান আহমদ সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়ার বাসিন্দা ছিলেন।