হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সাধারণ মানুষ বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন হবে প্রচলিত আইন অনুযায়ী। সাধারণ মানুষ কী চায় সেটা দেখতে হবে। সাধারণ মানুষ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে বলা যায় যে নির্বাচন সুষ্ঠু হয়নি। কিন্তু সাধারণ মানুষ তো বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে।

আজ শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

এ সময় জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে মন্ত্রী বলেন, জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না, সেটা দেখবে নির্বাচন কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে, তা অবশ্যই মানতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন একটি সংস্থা। 

নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, সাধারণ মানুষ তো নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, ঋণখেলাপিদের ধরতে দেশে আইন আছে। যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, ওই ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান প্রমুখ।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত