হোম > সারা দেশ > সিলেট

তারাপুর চা-বাগানের জমি আত্মসাৎ, দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট তারাপুর চা-বাগানের জমি আত্মসাতের মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা কাদিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন এ আদেশ দেন। তিনি সিলেটের বিতর্কিত শিল্পপতি রাগীব আলীর মেয়ে। 

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রোজিনা কাদির পলাতক আসামি ছিলেন। তিনি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আইনগত সুযোগ না থাকায় আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

আদালত সূত্রে জানা যায়, রোজিনা কাদির ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মাধ্যমে সিলেটের তারাপুর চা- বাগানের ভূমি আত্মসাতের মামলায় পলাতক আসামি। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ৬ এপ্রিল মামলার রায় ঘোষণা করেন তৎকালীন সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো। 

রায়ে চারটি ধারায় রাগীব আলী, তাঁর ছেলে আব্দুল হাই, মেয়ে পলাতক আসামি রোজিনা কাদির, রোজিনার স্বামী আব্দুল কাদির ও দেওয়ান মোস্তাক মজিদের ১৪ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রোজিনা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি গত ৩১ মার্চ দেশে ফিরে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। 

এর আগে ২০০৫ সালের ২ নভেম্বর দেবোত্তর সম্পত্তি আত্মসাতের জন্য জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরির অভিযোগে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি করেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি)।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২