হোম > সারা দেশ > সিলেট

নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর শাবিপ্রবি 

তানভীর হাসান, শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের আগমন হওয়ায় ক্যাম্পাস যেন মুখর হয়ে উঠেছে।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এ’ ইউনিটে ও বেলা ২টায় ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ডে অন্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন নির্দেশিকা দিয়ে নবীনদের বরণ করে নেন। প্রতিটি বিভাগেও পরিচিতি অনুষ্ঠান করা হয়েছে।

 ২০২১-২২ শিক্ষাবর্ষে গণিত বিভাগের নবীন শিক্ষার্থী তৌকির হোসেন ক্যাম্পাসের প্রথম দিনের অনুভূতি বিষয়ে বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে অনেক আনন্দিত। কেননা ক্যাম্পাসের ছোট ছোট টিলা ও সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। আমি পড়ালেখা শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই।’

কথা হয় সমুদ্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো. সাকিবুর রহমান শিশির সঙ্গে। তিনি বলেন, ‘শাবিপ্রবিতে ভর্তি হতে পেরে আমি খুশি। আমি বিসিএস ক্যাডার হতে চাই। নিজের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব এবং দেশ গড়ার কাজে নিয়োজিত থাকব।’

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে এসে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুবই ভালো লাগছে। সবার সঙ্গে পরিচিত হচ্ছি। বিভিন্ন জায়গায় ঘুরছি।’

শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতিত্ব করেন ২০২১-২২ সেশনের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. রাশেদ তালুকদার।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ‘শুধু শিক্ষিত হওয়া বা ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, তোমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। প্রকৃত দেশপ্রেমিক হতে হবে, দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমাদের মনে রাখতে হবে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২