ঢাকা: সিলেটের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ কেন অমান্য করা হয়েছে সে বিষয়ে উপযুক্ত কারণ ব্যাখ্যা দিতে আগামী ১৪ জুন সশরীরে হাজির হতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন। ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ২০১৮ সালে ডাকাতির মামলায় মোহাম্মদ ইউসুফ নামে এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
পরবর্তীতে ওসিকে হাইকোর্টের আদেশের বিষয়টি অবহিত করা হলে তিনি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু এরপর থেকে ফোন এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় ওসিকে তলব করেন আদালত। একই সঙ্গে আসামির জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জুন তারিখ ধার্য করা হয়।