হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে নিজপাট পানিয়ারাহাটি এ. কে টাওয়ারের নিজ ভাড়া বাসা থেকে মো. আনিসুর রহমান (৩৯) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান কুমিল্লার হোমনা থানার ভাতাকান্দি গ্রামের মোস্তফা কামাল ভূঁইয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর স্টেশন বাজারে ব্যবসায়ী আনিসুর রহমানের একটি পোলট্রি মোরগের দোকান রয়েছে। এ. কে টাওয়ারের ভাড়া বাসায় একা থাকতেন তিনি। আজ সকালে বাসা থেকে বের না হওয়ায় তাঁকে ডাকাডাকি করেন পাশের ফ্ল্যাটের লোকজন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দেখতে পান বাসার সিলিংয়ের সঙ্গে আনিসুর রহমানের মরদেহ ঝুলছে। 

পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তাঁর সঠিক কোনো কারণ জানা যায়নি। তদন্তের জন্য মরদেহ সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। 

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা