হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে নিজপাট পানিয়ারাহাটি এ. কে টাওয়ারের নিজ ভাড়া বাসা থেকে মো. আনিসুর রহমান (৩৯) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান কুমিল্লার হোমনা থানার ভাতাকান্দি গ্রামের মোস্তফা কামাল ভূঁইয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর স্টেশন বাজারে ব্যবসায়ী আনিসুর রহমানের একটি পোলট্রি মোরগের দোকান রয়েছে। এ. কে টাওয়ারের ভাড়া বাসায় একা থাকতেন তিনি। আজ সকালে বাসা থেকে বের না হওয়ায় তাঁকে ডাকাডাকি করেন পাশের ফ্ল্যাটের লোকজন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে উঁকি দেখতে পান বাসার সিলিংয়ের সঙ্গে আনিসুর রহমানের মরদেহ ঝুলছে। 

পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তাঁর সঠিক কোনো কারণ জানা যায়নি। তদন্তের জন্য মরদেহ সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। 

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ