হোম > সারা দেশ > সিলেট

র‍্যাগিংয়ের অভিযোগে শাবিপ্রবিতে পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কৃত

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার এক বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সাময়িক বহিষ্কারের বিষয়টি আজ সন্ধ্যায় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। 

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী। তাঁদের নাম জানা যায়নি। 

প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আজ এক বৈঠকে র‍্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ব্যবসায় প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনার বিস্তারিত তদন্তে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক খায়রুল ইসলামকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’ 

অভিযোগকারী শিক্ষার্থীর বরাত দিয়ে প্রক্টর আরও বলেন, ‘২০ তারিখ রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে ব্যবসায় প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে র‍্যাগিং দিয়েছে একই বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী। প্রাথমিকভাবে অভিযোগকারী শিক্ষার্থী পাঁচজনকে শনাক্ত করেছেন। ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছেন।’ 

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলেন, ‘র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী শিক্ষার্থীকে ডাকা হয়। তাঁর কাছ থেকে র‍্যাগিংয়ে পাঁচ শিক্ষার্থী জড়িত থাকার বিষয়টির প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’ 

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার