হোম > সারা দেশ > সিলেট

সিলেট-তামাবিল সড়কে বাস–ইজিবাইক সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও জৈন্তাপুর প্রতিনিধি

সিলেট-তামাবিল সড়কের দরবস্ত ফারুক স্মরনী এলাকায় বাস ও ইজিবাইকের (ব্যাটারিচালিত রিকশা) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন ওরফে কাছাই (৪৫)। 

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।’ 

দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া জাফলংগামী বাস রাত ১০টার দিকে দরবস্ত এলাকার ফারুক স্মরনীর সম্মুখে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা ৭ যাত্রীর মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক মোড়ল। দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২