সিলেট মহানগরীর নবগঠিত বর্ধিত চারটি ওয়ার্ডের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার নগরীর ৩৬,৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে এ কমিটির অনুমোদন দেন নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এর আগে ওই চার ওয়ার্ডে শুধু আহ্বায়কের নাম ঘোষণা করা হয়েছিল। এতে ৩৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কাজী মুহিবুর রহমান, ৩৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. চাঁন মিয়া বাচ্চু, ৩৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহজাহান ও ৩৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলী আহমদ। পরবর্তী এক মাসের মধ্যে পুরো কমিটি করে মহানগর বিএনপিকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।