হোম > সারা দেশ > সিলেট

ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী নারী চিকিৎসকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী রহিমা খানম জেসি (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার নগরীর শেখঘাট জিতু মিয়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত রিকশাচালক জাকিরুল ইসলামকে (৪০) উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।

পুলিশ জানায়, দ্রুতগামী ট্রাকটি একটি রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে আরোহী ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দীর্ঘ চার ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় রহিমা খানম জেসির মৃত্যুতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ তাঁর সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা সামসুল হাবিব বলেন, ট্রাক রিকশাকে ধাক্কা দিলে সেখানে গুরুতর আহত হন ওই নারী চিকিৎসক ও রিকশাচালক। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে। সেটার প্রসেসিং চলছে। আর রিকশাচালক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল