হোম > সারা দেশ > সিলেট

ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী নারী চিকিৎসকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী রহিমা খানম জেসি (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার নগরীর শেখঘাট জিতু মিয়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত রিকশাচালক জাকিরুল ইসলামকে (৪০) উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।

পুলিশ জানায়, দ্রুতগামী ট্রাকটি একটি রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে আরোহী ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দীর্ঘ চার ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় রহিমা খানম জেসির মৃত্যুতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ তাঁর সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা সামসুল হাবিব বলেন, ট্রাক রিকশাকে ধাক্কা দিলে সেখানে গুরুতর আহত হন ওই নারী চিকিৎসক ও রিকশাচালক। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে। সেটার প্রসেসিং চলছে। আর রিকশাচালক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত