হোম > সারা দেশ > সিলেট

ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী নারী চিকিৎসকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী রহিমা খানম জেসি (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আজ রোববার নগরীর শেখঘাট জিতু মিয়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত রিকশাচালক জাকিরুল ইসলামকে (৪০) উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রহিমা খানম জেসি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।

পুলিশ জানায়, দ্রুতগামী ট্রাকটি একটি রিকশাকে সামনে থেকে ধাক্কা দিলে আরোহী ডা. জেসি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দীর্ঘ চার ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বেলা ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় রহিমা খানম জেসির মৃত্যুতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ তাঁর সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা সামসুল হাবিব বলেন, ট্রাক রিকশাকে ধাক্কা দিলে সেখানে গুরুতর আহত হন ওই নারী চিকিৎসক ও রিকশাচালক। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য পরিবার আবেদন করেছে। সেটার প্রসেসিং চলছে। আর রিকশাচালক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা