সিলেট: সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে নতুন করে ৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া ওই ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৩০৯ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৯ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭ জনসহ বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৮৪৫ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৭৬ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৩ জন করোনা রোগী।