সিলেট নগরীতে ট্রাকচাপায় ছেলেসহ এক চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
নিহতরা হলেন নর্থ-ইস্ট ক্যানসার হাসপাতালের রেজিস্ট্রার চিকিৎসক তৌহিদুল রশিদ চৌধুরী ও তাঁর ছেলে তালহা বিন রশিদ চৌধুরী।
ওসি ইয়ারদৌস হাসান আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হুমায়ুন রশিদ চত্বরে ট্রাকটি পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’