হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের ঘটনায় শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের (ধর্ষণ) ঘটনায় শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। রেদোয়ান আহমদ ওরফে রিপন (২৪) নামের ওই শিক্ষক নগরের এয়ারপোর্ট এলাকার টিলারগাঁওয়ের বাসিন্দা। শহরতলির বড়গুল এলাকার হজরত শাহ ওয়ালিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসায় ওই ঘটনা ঘটে।

ঘটনার শিকার ছাত্রের মা বাদী হয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানায় মামলা করেন। পুলিশ রেদোয়ানকে গ্রেপ্তার করলে তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উম্মে হাবিবার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুর আলম মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ১৩ জানুয়ারি আসামি রেদোয়ানকে কান্দিগাঁও বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে ১৪ তারিখ তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

ওই ছাত্রের মা ও মামলার বাদী বলেন, ‘মাদ্রাসায় দ্বীনী শিক্ষার জন্য পাঠাই। এ রকম কুশিক্ষা আর কুকর্ম করলে আমরা কাকে বিশ্বাস করব? এ ঘটনার সঠিক বিচার হওয়া উচিত। যেন কোনো শিশুসন্তানের সঙ্গে এ রকম ঘটনা আর না ঘটে।’

এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহ ওয়ালিউল্লাহ (রহ.) জামেয়া ইসলামিয়া রইছুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা রইছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তাঁকে আমরা মাদ্রাসা থেকে বের করে দিয়েছি। এখন মামলা হয়েছে, আইন অনুযায়ী তাঁর শাস্তি হবে।’

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত