হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৮

  সিলেট প্রতিনিধি

সিলেট মহানগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ছাত্রলীগের মিছিলের পর আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়েত খান (৩৪), ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম (১৯), সোহেল আহমদ (১৮), রবিন কর (২৩), ফাহিম আহমদ (২৩), রাজন আহমদ (২৩), বশির খান ও সোয়েব আহমেদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলে অংশগ্রহণকারীদের পুলিশ শনাক্ত করেছে। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে গতকাল সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করেন। ব্যানারে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি এবং তাঁদের নামে স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। বিকেলে নগরে ছাত্রদল নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে প্রতিবাদে মিছিল বের করেন। পরে সন্ধ্যায় সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলসহ চারটি বাসায় হামলার ঘটনা ঘটে।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত