হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৮

  সিলেট প্রতিনিধি

সিলেট মহানগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ছাত্রলীগের মিছিলের পর আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সাফায়েত খান (৩৪), ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম (১৯), সোহেল আহমদ (১৮), রবিন কর (২৩), ফাহিম আহমদ (২৩), রাজন আহমদ (২৩), বশির খান ও সোয়েব আহমেদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলে অংশগ্রহণকারীদের পুলিশ শনাক্ত করেছে। এর মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে গতকাল সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল করেন। ব্যানারে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি এবং তাঁদের নামে স্লোগান দিতে শোনা যায়।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। বিকেলে নগরে ছাত্রদল নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে প্রতিবাদে মিছিল বের করেন। পরে সন্ধ্যায় সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলসহ চারটি বাসায় হামলার ঘটনা ঘটে।

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু