হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫১০ বোতল ফেনসিডিলসহ শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম নামে এক নারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান চালিয়ে কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগমকে ৫১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শাহিদ মিয়া, মুহিবুর রহমান, সহকারী উপপরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুটি বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করে। এ সময় শাহানা বেগমকে আটক করা হয়। পুলিশ আরও জানায় আটক করা ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ১২ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, পুলিশ বাদী হয়ে শাহানাসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক শাহানা ওরফে কাঞ্চনকে আজ শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা