হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নানি আর ভাতিজিকে চিকিৎসকের কাছ থেকে নিয়ে বাড়ি ফেরা হলো না তাঁদের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটো চালকসহ ৪ জন। গতকাল শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আলখানাপাড় এলাকার আঞ্জব উল্লার ছেলে রুহুল আমিন রাহুল (২৬) ও একই উপজেলার ভবানিপুর এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে রুহুল আমিন রাহুল তাঁর নানিকে নিয়ে চিকিৎসকের কাছে সিলেট যান। এদিকে আব্দুল মুকিত তাঁর ভাতিজিকে নিয়ে সিলেটে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসার কাজ শেষ করে সন্ধ্যায় সিলেটের কিনব্রিজের এলাকা থেকে ভাড়ায় চালিত অটোরিকশায় তাঁরা জগন্নাথপুরে আসছিলেন। পথে দক্ষিণ সুরমার লালাবাজার (লালারগাঁও) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন রাহুল ও আব্দুল মুকিত নিহত।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান